
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের সুচিপাড়া বাজারে ০৮ মে, ২০২৫ ইং, রোজ- বৃহস্পতিবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রবি ও এয়ারটেল বিক্রয় ও সেবা কেন্দ্র (R.S.S.P)। আধুনিক সুবিধাসম্পন্ন এই সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে স্থানীয় গ্রাহকরা দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড-এর অপারেশন ম্যানেজার ইমতিয়াজ করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেরিটরি অফিসার মোঃ মনিরুল ইসলাম, টেরিটরি সুপারভাইজার প্রান্ত সাহা, রবি ডিস্ট্রিবিউশন পার্টনার ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আর.এস.এস.পি এজেন্ট ইউসুফ হোসেন এবং রবি ফিল্ড অফিসার ফাহাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাঁদের মধ্যে ছিলেন হাবিবুর রহমান পাটোওয়ারী, আলী হোসেন মন্টু, লিটন সর্দার, আলী আকবর বেপারী, বদিউল আলম, আবদুল মমিন কায়েব, বাহার উদ্দিন, আবুল হোসেন, আমান উল্লা আমান, শামছুল আলম, আব্দুর রশিদ, আজগর হোসেন মিয়াজি, শামীম আশরাফ, ছেফায়েত উল্লাহ, ফরহাদ হোসেন তুহিন ও ইয়াসিন আরাফাত প্রমুখ।
সেবা কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ও তাৎক্ষণিক সেবা প্রদানের আয়োজন। নতুন এই সেবা কেন্দ্র থেকে রবি ও এয়ারটেল সংক্রান্ত সকল ধরনের সেবা যেমন সিম বিক্রয়, বিকল্প সংযোগ, রিচার্জ, তথ্য সহায়তা, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সহজেই পাওয়া যাবে।
সুচিপাড়ার এই নতুন উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্টরা জানান, এই সেবা কেন্দ্রটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে এবং ডিজিটাল সেবায় সাধারণ মানুষকে আরও সম্পৃক্ত করবে।