
সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামে-ডাকে খুব একটা বিখ্যাত না হলেও গুণে-মানে সমাজের আলোকশিখা হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন নীরবে।
মানুষ তাদেরকে ‘’সাদা মনের মানুষ’’ বলেই চেনেন। সমাজে এখনো এমন অনেক মানুষ ছড়িয়ে-ছিটিয়ে আছেন। যাদের অর্থ সম্পদের প্রাচুর্য্য থাকার পরও তাদের মধ্যে অহংকারের রেশ পর্যন্তও নেই, নেই বিলাশীতা।
এমনকি নেই বিলাশী জীবন যাপনও। তেমনি একজন সাদা মনের মানুষ বিশিষ্ সমাজ সেবক মো. হাসান হাবিব। বাড়ি গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে।
স্থানীয় ভাবে তিনি তেমন বিখ্যাত না হলেও নিরহংকার অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নাগরিক জীবনের বাইরে সাধারণ জীবন অতিবাহিত করা ব্যক্তিদের মধ্যে মো. হাসান হাবিব অন্যতম একজন।
সহজ-সরল মানসিকতায় উজ্জীবিত মো. হাসান হাবিবের সাদামাটা জীবন যাপন আর জণসেবামূলক কর্মকান্ডে তাকে ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার সাধারণ মানুষ।
তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন অনেক আগে থেকেই। একজন মানবিক মানুষ হিসেবে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
মহান সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা জীব মানব সেবার মাধ্যমে তার নৈকট্য লাভের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরত। সমাজের একাংশের মানুষ যেখানে চেতনাকে পুঁজি করে অন্যের অধিকার হরনের প্রতিযোগিতায় ব্যস্ত, সেই সমাজের স্বার্থবাদী আর মুখোশধারী মানুষদের ভীড়ে স্বার্থহীন হয়ে নিভৃতচারী মো. হাসান হাবিব জনগণের সেবার মাধ্যমে আলো ছড়াচ্ছেন।