
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নতুন কমিটি পুনরায় অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ পাটোয়ারী রূপন।
এছাড়া, কলেজের দাতা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আয়েত আলী ভূঁইয়া এবং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল।
এই মনোনয়নের মাধ্যমে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসা এই তিন ব্যক্তিত্বের নেতৃত্বে কলেজ নতুন দিগন্তে পৌঁছাবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।