
“ভালো কাজে আমাদের সাথেই থাকুন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবে বসবাসরত প্রবাসী শাহরাস্তিবাসীদের সংগঠন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরাম এর আয়োজনে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর বিন ওসমান।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছালে আহম্মদ ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম বিলাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, উপদেষ্টা আবু ইউচুপ, সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুনী, জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপদেষ্টা কাজী নুর আলম, ইঞ্জিনিয়ার শিফু চৌধুরী, সদস্য মোঃ কিরণ ও মেহেরাব হোসেন সজীব।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, শরীফ হোসেন খান, আব্দুর রাজ্জাক গাজী, সোহরাব হোসেন লিটন, মোঃ কামাল উদ্দিন, মোঃ নজরুল ইসলাম (উপদেষ্টা), আব্দুল কুদ্দুস, মোঃ রফিকুল ইসলাম ও শওকত আলী রিপন।
শাহরাস্তি ফোরামের বিপুল সংখ্যক সদস্য ছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শহীদদের স্মরণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।