
চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়ায় আয়োজিত একদিনের একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয় মানবিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”-এর ছয় বছর পূর্তিকে কেন্দ্র করে। সংগঠনের নিজস্ব কার্যালয়ের পাশেই আয়োজন করা এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে ছিল স্থানীয় মানুষের ব্যাপক সাড়া।
ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন গাজী, পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনজুর হোসেন সজিব।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, “সংগঠনটি করোনা মহামারী এবং গত বছরের ভয়াবহ বন্যায় যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি এ সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।” বক্তব্যের শেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ শাহনাজ ইরফাত সাথী (গাইনী বিশেষজ্ঞ), ডাঃ আবদুল্লাহ আল মুহাইমিন (মেডিসিন বিশেষজ্ঞ), মেডিকেল অ্যাসিস্টেন্ট মোঃ মাইনুদ্দিন এবং মোহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-উপদেষ্টা ইকবাল হোসেন, রহমত উল্লাহ, জাকির হোসেন (সোহাগ), মনির হোসেন, বোরহান উদ্দিন (লিটন), রবিউল আলম (সাদ্দাম), নেয়ামত উল্লাহ, আহছান হাবিব খাজা এবং আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।