চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখে মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির উর্বর মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সরিয়ে নিচ্ছিলেন, যা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, “কৃষিজমির অপব্যবহার রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই কৃষি জমির ক্ষতি হতে দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।