শাহরাস্তির সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপ-সহকারী কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে সরকারি দায়িত্ব থেকে বিদায় নেন এই নিষ্ঠাবান কর্মকর্তা, যিনি তাঁর সততা, আন্তরিকতা ও জনসেবার মানসিকতায় ছাপ রেখেছেন সহকর্মী ও জনসাধারণের মনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
তিনি বলেন, “সমীর রঞ্জন বর্ধনের মতো কর্মকর্তা আমাদের দপ্তরের গর্ব। তার কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সহকর্মীরা জানান, সমীর রঞ্জন বর্ধন শুধু দায়িত্ব পালন করেননি, বরং নাগরিক সেবাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন। তাঁর সহানুভূতি ও মানবিক আচরণ ভূমি অফিসে অনেক জটিল বিষয় সহজে সমাধান করেছে।
অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক আয়োজন না থাকলেও, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়স্পর্শী বক্তব্য ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটিকে করে তোলে এক আবেগঘন মুহূর্তের সমষ্টি। সমীর রঞ্জন বর্ধনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী।
বিদায় বক্তৃতায় তিনি বলেন, “এই ভালোবাসা, এই সম্মান—কোনো পদবির চেয়ে বড়। আমি কৃতজ্ঞ সবাইকে, যারা আমার পাশে ছিলেন কর্মজীবনের প্রতিটি ধাপে।”
এই সংবর্ধনা প্রমাণ করল, দায়িত্ব পালনই যথেষ্ট নয়—মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই একজন প্রকৃত সরকারি কর্মকর্তার সাফল্য।