আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ব্যাচ-২০২৩ ও ২০২৪) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর ০৩ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। তাঁদের উপস্থিতি মিলনমেলাকে আরও গৌরবময় করে তোলে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি নিগার সুলতানা ও সহ-সভাপতি নিরুপম মজুমদার। বিদ্যালয়ের অগ্রযাত্রায় অবদান রাখা পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতিদেরও আন্তরিক শ্রদ্ধা জানানো হয়।
সভাপতি নিগার সুলতানা জানান, শিক্ষার্থীদের জন্য আধুনিক বিজ্ঞানাগার স্থাপন, English Language Club প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন হোস্টেলের কাজ সম্পন্ন করা হবে এ বছরের মধ্যেই। সহ-সভাপতি নিরুপম মজুমদার আশা প্রকাশ করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনবে এবং প্রতি বছর এমন ঈদ পুনর্মিলনী আয়োজন করা হবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। স্মৃতির পাতায় যোগ হয় এক নতুন উজ্জ্বল অধ্যায়।