শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত দাদিয়াপাড়া নবজাগরণ সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে মার্চ, ২০২৫ইং রাত ৯টায় দাদিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোশারফ হোসেন মুশু, ডাক্তার আবু তাহের, সংগঠনের সভাপতি ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঈদ পুনর্মিলনীর গুরুত্ব, সামাজিক সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন। দাদিয়াপাড়া নবজাগরণ সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নমূলক কাজে নিবেদিত থেকে এলাকার শিক্ষার প্রসার, অসহায়দের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে সফলতার স্বাক্ষর রাখে।