চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঈদের দ্বিতীয় দিন রাতে অভিনব কায়দায় তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টামটা হাই স্কুল গেট থেকে শুরু করে টামটা দাখিল মাদ্রাসা গেট পর্যন্ত তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে।
চুরির শিকার দোকানদারদের মধ্যে রয়েছেন:
১. বিল্লাল হোসেন (টামটা সাদার বাড়ি): তার দোকান থেকে নগদ চার হাজার টাকা ও কিছু মূল্যবান সিগারেট চুরি হয়েছে।
২. জসিম হোসেন (দাখিল মাদ্রাসা গেট): তার দোকান থেকে নগদ ১,৪০০ টাকা চুরি হয়েছে।
৩. মোহাম্মদ সোলেমান (মুদি দোকানদার): তার দোকান থেকে নগদ চার হাজার টাকা ও কিছু সিগারেট চুরি হয়েছে।
স্থানীয়দের ধারণা, ঈদ উপলক্ষে দোকানদাররা ব্যস্ত থাকায় চোরেরা এই সুযোগকে কাজে লাগিয়েছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।