বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তি-হাজীগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদ হলো আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসা এই দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়। আমি শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করছি। দেশের প্রতিটি ঘরে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।”
বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা দূরে থাকলেও দেশের প্রতিটি উৎসবে আপনাদের অবদান ও ভালোবাসা স্মরণীয়। আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।”
পরিশেষে, তিনি সবার সুস্থতা, মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি। ঈদ মোবারক!”