
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আল কুদস দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৮ মার্চ) বাদ আসর টামটা উত্তর ইছাপুরে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ সুমন, শাহরাস্তি উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক মোঃ শাহ আলম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর পরামর্শ সভার অন্যতম সদস্য ও মহানগর পূর্বের তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক দাউদ খান, মতিঝিল থানা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার কলিম উল্লাহ এবং আশ্রাফপুর ইউনিয়ন আমীর আব্দুল মতিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক আল আমিন হোসেন সোহাগ, টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন বিএসসি, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মোশাররফ হোসেন মেম্বার, স্থানীয় জামায়াত নেতা মকবুল আহমেদ, এডভোকেট শাহাদাৎ হোসেন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল ইসলাম রহিম, আলাউদ্দিন তালুকদার, রিয়াজ হোসেন পাটোয়ারী, কাউছার আলম, মোজাফফর হোসেন, ছাত্রশিবিরের থানা সেক্রেটারি আল আমিন হোসেন এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন হাসিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া ও ইফতার শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।