
চেড়িয়ারা বায়তুল আমান জামে মসজিদে ২৭ শে মার্চ এক অনন্য ও ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠিত হল শুদ্ধতার প্রতি শ্রদ্ধা এবং ইসলামী মূল্যবোধের চমৎকার উদযাপন। মসজিদে অনুষ্ঠিত খতম তারাবি শেষে দু’জন হাফেজ, হাফেজ হাদিসুর রহমান এবং হাফেজ ফারহানকে শুদ্ধভাবে তারাবি পরিচালনার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া, মসজিদের অভ্যন্তরে বিভিন্ন ধর্মীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিত্বদেরও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এ উপলক্ষে, মসজিদের খতিব হযরত মাওলানা রোকন উদ্দিন রকিব ও মোয়াজ্জিন হাফেজ সফিকুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন, ক্যাশিয়ার মনির এবং কমিটির অন্যান্য সদস্যরা, যাদের উপস্থিতি এবং সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।
এই মহতী উদ্যোগটি চেড়িয়ারা বায়তুল আমান জামে মসজিদের ধারাবাহিক অগ্রগতি ও ইসলামী শিক্ষার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করেছে।