গাজীপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গাজীপুর-৩ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা’হ।
মানবতা অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখি কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।প্রতিবারের মত এবারও ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
সকল মুসলিম উম্মাহর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। ঈদের এই অনাবিল আনন্দ ও সুখ-শান্তি বছরের প্রতিদিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তরে- এই প্রত্যাশায় সকলকে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল।
তিনি আরো বলেন,ছোটবেলা থেকেই আমার বাবা আমাদের শিখিয়েছেন দুস্থ ও অসহায়ের পাশে কিভাবে দাঁড়াতে হয়। তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। বন্ধ হোক সকল প্রকার হানাহানি, সন্ত্রাস। মুক্তিপাক গণতন্ত্র, কথা বলার স্বাধিনতা। বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি।পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন।