চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদল। মেজর জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে শাহরাস্তিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
শাহরাস্তি পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল এক পোস্টে লেখেন, “আগে ক্ষমা চাইতে হবে, তারপর শাহরাস্তিতে ঢুকতে দেওয়া হবে। কথা কি ক্লিয়ার???”
এদিকে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেরাজুন্নবী রাজু তার বক্তব্যে নাসির উদ্দীন পাটোয়ারীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “মেজর জিয়াউর রহমানকে লুটকারি বলা ডার্বি নাসিরকে কোনোভাবেই শাহরাস্তিতে ঢুকতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, আগামীকাল বিকেল ৪টায় দোয়াভাঙ্গায় ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। রাজু তার পোস্টে আরও লিখেছেন, “নাসির উদ্দিন ওরফে ডার্বি নাসির স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানকে নিয়ে অসত্য ও বিশ্রী মন্তব্য করায়, প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত শাহরাস্তিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত।”
এছাড়াও, ছাত্রদলের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ঘোষণা দিয়েছেন, নাসির উদ্দীন পাটোয়ারীকে শাহরাস্তিতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাকে প্রতিহত করতে সবাইকে দোয়াভাঙ্গায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে ছাত্রদলের কঠোর অবস্থানের কারণে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।