ইকবাল হোসেন,গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, পুলিশি তৎপরতা বাড়ানো এবং চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
গত (২২ মার্চ) উপজেলার বরমী ঈদগাহ মাঠ সংলগ্ন মোখলেছুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওইদিন ওই বাড়ির একাধিক ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে থাকা আলমারির ড্রয়ারে রক্ষিত স্বর্ণের পৌনে ২ ভরি ওজনের নেকলেস, কানের ঝুমকা ১২ আনা, হাতের বালা ১০ আনা, হাতের আংটি ০৬ আনা, গলার ২ টি চেইন ৮ আনা এবং নগদ ১ লক্ষ পনের হাজার পাঁচশ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানান,এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারিনি পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোখলেছুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।