শাহরাস্তির অন্যতম বিদ্যাপীঠ বিয়াম ল্যাবরেটরি স্কুল তার গৌরবময় পথচলা অব্যাহত রেখেছে, যার পেছনে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এর দিকনির্দেশনা ও সহযোগিতা।
সম্প্রতি তাঁর আমন্ত্রণে বিদ্যালয়ের নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ ওসমান গনি ও দুইজন সহকারী শিক্ষক রাঙ্গামাটি সফর করেন এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রাঙ্গামাটির জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিশদভাবে নবাগত অধ্যক্ষের কাছে তুলে ধরেন। পাশাপাশি, বিদ্যালয়ের বর্তমান অবস্থা ও সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বিদ্যালয়টিকে দেশব্যাপী একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তাঁর এই নির্দেশনা বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়াও, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও বিদায়ী ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
বিয়াম ল্যাবরেটরি স্কুল, শাহরাস্তি পরিবার প্রতিষ্ঠাতা মহোদয়ের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়নে তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।