
শাহরাস্তিতে চাঁদপুর-লাকসাম রেল সড়কের দোয়াভাঙ্গা রেল গেইট সংলগ্ন এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবুল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শনিবার (২২ মার্চ ২০২৫) বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বাবুল হোসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাবুল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তিনি দোয়াভাঙ্গা এলাকার নূরুল ইসলামের ছেলে। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
Facebook Comments Box