
মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগত। রমজান থেকে শিক্ষা নিয়ে শ্রেণী ভেদাভেদ ভুলে সামাজিক সম্প্রীতির বন্ধন সুদূঢ় করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২১ মার্চ) বেলা এগারোটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও এমপি প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন তাদের জন্য অনেক উপকারে এসেছে, যা তাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।