
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে এক বিশাল মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২১ শে মার্চ, রায়শ্রী উত্তরের দাদিয়াপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় সভাপতিত্ব করেন রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন খোকন, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক সায়মন খোকন, রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আবু সালেহ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সভায় অংশ নেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নিরলসভাবে কাজ করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।