
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
বুধবার (১৯ মার্চ) শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মাওলানা এসএম রুহুল আমিন, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দীন কাঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, আজাদ মন্ডল, মো. সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, খোকন প্রধান, এমদাদ হোসেন মন্ডল প্রমুখ।