শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কিছু পরিবারের জন্য ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছে স্থানীয় একদল তরুণ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন, যা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে।
ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবি, শিশুদের পোশাক, সেমাই ও চিনি দেওয়া হবে। এসব উপহার তরুণদের সংগৃহিত অর্থ থেকে সংগ্রহ করা হয়েছে, এবং তাদের আন্তরিক সহযোগিতার জন্য সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই মহৎ উদ্যোগ সফল করতে যারা আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এবং করবেন, সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। আয়োজকরা সকলের দোয়া চেয়ে বলেছেন, যেন আল্লাহ তাদের এই প্রয়াস কবুল করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেন।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮