
শহরের সৌন্দর্য ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায়, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ ইং, শাহরাস্তি পৌর এলাকার মেহের কালীবাড়ির মাঠের পূর্ব পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পৌর ও মেহের দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা, শাহরাস্তি থানা পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেয়, সরকারি জায়গা বা রাস্তার পাশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট বাণিজ্যিক এলাকায়—যেমন কালীবাড়ি ও ঠাকুর বাজারে—ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, শহরের শৃঙ্খলা রক্ষায় এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনস্বার্থে গৃহীত এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।