
চাঁদপুর জেলা প্রশাসক ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার সকল অবৈধ ইটভাটার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এ নির্দেশনার আলোকে, বুধবার (২০ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার অবৈধ ইটভাটায় পরিদর্শন করেন এবং উপস্থিত অবৈধ ইটভাটা পরিচালনাকারীদের সতর্ক করেন।
অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশ্যে জানানো হয়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কেউ যেন ইটভাটার কার্যক্রম চালু না করেন এবং সাইনবোর্ড অপসারণ না করেন। আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
Facebook Comments Box