
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কোমরতলা (সর্দার বাড়ি) এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন (৬৫) নিখোঁজ হয়েছেন। তিনি ১৪ মার্চ ২০২৫ ইং সকাল ১১:০০ টার দিকে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন উঘারিয়া এলাকা থেকে হারিয়ে যান।
নিখোঁজ তোফাজ্জল হোসেনের পিতার নাম মৃত জবুদুল্লা মিয়া এবং মাতার নাম ছফুরা বেগম। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফহাতা লাল ও কালো রঙের শার্ট এবং সাদা ও সোনালী রঙের লুঙ্গি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে তার ছেলে রাব্বি হোসেন (মোবাইল নম্বর: 01856152361) অথবা এসআই শফিকুল ইসলাম, উঘারিয়া তদন্ত কেন্দ্র, শাহরাস্তি, চাঁদপুর (মোবাইল নম্বর: 01817517515) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সংবাদ প্রচারে সহযোগিতা করুন, মানবিক দায়বদ্ধতা পালন করুন।
Facebook Comments Box