
সাংবাদিকদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল সব সময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দিয়েছেন গাজীপুর জেলা আমীর ও এমপি প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার (১৯ মার্চ) গাজীপুরের শ্রীপুরের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী।
মাওনা চৌরাস্তা সংলগ্ন কমিউনিটি সেন্টার অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম
আরো বলেন,সমাজের বাস্তব চিত্রটা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসে এবং জাতি জানতে পারে। তিনি বলেন, দুর্নীতি করে? কারা দখলবাজি করে? কারা সন্ত্রাসী করে? কারা ধর্ষণ করে? কারা চাঁদাবাজি করে এ সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের মাধ্যমে জাতি জানতে পারে।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে সাংবাদিক বন্ধুগণ। আন্দোলনের চিত্র যদি সাংবাদিকরা তুলে না ধরত তাহলে দুঃশাসন থেকে জাতি আজও মুক্তি পেত না। তিনি বলেন, সাংবাদিক বন্ধুগণকে আমরা সব সময় পাশে পেতে চাই। সাংবাদিক বন্ধুগণ আমাদের পাশে ছিলেন, আমরাও তাদের পাশে ছিলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দল সাংবাদিকদের পাশে সব সময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির,শ্রীপুর পৌর সেক্রেটারি মো., আবুল হোসাইন, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।