
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় একদল মানবিক যুবকের উদ্যোগে রাতের আঁধারে পথচারী, অসহায় মানুষজন ও বাজারে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের মাঝে সাহরি বিতরণ করা হয়েছে।
ঠাকুর বাজার, কালিবাড়ী, উয়ারুক, দোয়াভাঙ্গা, মেহের স্টেশন ও কালিয়াপাড়া এলাকায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। এলাকার কিছু তরুণ স্বেচ্ছাসেবীরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে এই কার্যক্রম পরিচালনা করেছেন।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তরুণদের অনুপ্রেরণা থেকে সবাইকে শিখতে হবে।”
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবসময় উৎসাহ প্রদানকারী এক ব্যক্তি বলেন, “এই মহতী উদ্যোগের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। মানবতার কল্যাণে যেকোনো উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”
উক্ত উদ্যোগটি এলাকার মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।