
জমি সংক্রান্ত বিরোধের জেরে হেলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচ্চাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের মো. বিল্লাল হোসেন (৫৮) সৎ ভাইয়ের সঙ্গে হেলাল উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে হেলাল উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা হেলাল উদ্দিনকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানান স্বজনরা।
এ ব্যাপারে আহত হেলাল উদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্তরা হলেন- রুহুল আমীন (৩৫), আহাদ হোসেন (২২),বিল্লাল হোসেন (৫৮), মো.রিয়াদ (১৮) ও নাজমা (৫৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, প্রাথমিকভাবে জেনেছি জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।