চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলমগীর হোসেন (৩৮)। দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে মনিপুর বেপারী বাড়ির প্রবাসী মানিক মিয়ার বসতবাড়ির ছাদ থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টার কিছু পরে তার দেবর ছাদে চোরের উপস্থিতির সন্দেহ করেন। পরে তারা সেখানে গিয়ে পাশের বাড়ির আলমগীর হোসেনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত আলমগীর হোসেন তিন কন্যা সন্তানের জনক। তার বাবার নাম মৃত মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি পেশায় এলাকায় মাইকিং, গাছ কাটা ও নসিমন (বড়বডি) চালানোর কাজ করতেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, "আমরা দ্রুত লাশ উদ্ধার করেছি এবং তদন্ত প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।"
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮