চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ সরদার বাড়িতে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ১৫ মার্চ শনিবার বেলা ১২টায় নিজ শ্বশুরবাড়িতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা মো. নুর আলম।
নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী হায়দার আলী জয়, শ্বশুর শাহিন সরদার, শাশুড়ি খুরশিদা বেগম ও ননদ মিলে জান্নাতুলকে হত্যা করেছে। বিয়ের পর থেকেই জান্নাতুলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। শেষ পর্যন্ত তারা চারজন মিলে জান্নাতুলকে গলা টিপে হত্যা করে। হত্যার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছেন।
নিহতের বাবা বলেন, "আমার মেয়ে প্রায়ই নির্যাতনের শিকার হতো। আমরা বহুবার চেষ্টা করেছি সমঝোতা করতে, কিন্তু তারা নির্যাতন বন্ধ করেনি। শেষ পর্যন্ত তারা আমার মেয়েকে মেরে ফেলল। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
জানা গেছে, তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে কোর্ট ম্যারেজের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস ও হায়দার আলী জয়ের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ তাকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, "যৌতুকের জন্য এভাবে একটি জীবন কেড়ে নেওয়া অমানবিক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।"
নিহত জান্নাতুল ফেরদৌস এক বছর বয়সী কন্যাসন্তান রেখে গেছেন। মায়ের মৃত্যুতে শিশুটি এখন অসহায় হয়ে পড়েছে। পরিবার ও এলাকাবাসী এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮