চাঁদপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) জেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ বিশেষ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৩শে মার্চ, রবিবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
এই আয়োজনকে সফল করতে আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাহমুদুল হাসান।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং চাঁদপুর-৩ আসনে ট্রাক প্রতীকের মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক মোঃ জাকির হোসেন বলেন, "তারুণ্যের আইকন, ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার ভিপি নুরুল হক নুর চাঁদপুরে আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অনুপ্রেরণার বিষয়। আমরা আশাবাদী, চাঁদপুরের মাটি হবে ভিপি নুরের ঘাঁটি।" তিনি চাঁদপুর জেলা ও উপজেলার সকল নেতাকর্মীদের এই প্রোগ্রাম সফল করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সিএম গালিফ, সামিউল প্রধান, ওমর সালমান এবং দাওয়াত উপ-কমিটির সদস্য আলামিন সুমন, নুরুন্নবী, খলিলুর রহমান, পারভেজ, রুবেল চৌধুরী সহ গণ-যুব-ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে ২ হাজার মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যা চাঁদপুরে গণঅধিকার পরিষদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮