শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে এক মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। শাহরাস্তি পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।
রবিবার, ১৭ মার্চ ২০২৫ ইং, শাহরাস্তির একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আনিছুর রহমান, রতন, আকাশ, ওমর, সৈকত, বোরহান, শান্ত, ফাহিম, মেহরাব, আফসার, হৃদয়, শাহাদাত, শাহরিয়া, মাহিন, লিপ্লু, শরিফ, রাকিব সহ আরও অনেক নেতাকর্মী।
এই ইফতার মাহফিলের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, এ ধরনের আয়োজন ছাত্রদলের শক্তিশালী বন্ধন তৈরি করে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮