
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম, কে, এস নির্মিত বিশেষ ব্যাট, যার ওপর জারিফ ফার্মার লোগো সংযুক্ত, তা অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের জন্য উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। ব্যাটটি গ্রহণ করেন শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লীগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু।
এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়রা। জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস এবং কৃতি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তাদের অটোগ্রাফ প্রদান করে ব্যাটটির মূল্য আরও বাড়িয়ে দিয়েছেন।
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জারিফ ফার্মার স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম দিপু বলেন, “বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আমাদের করণীয় অনেক কিছু আছে। তরুণ ক্রিকেটারদের প্রেরণা জোগানো এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সঙ্গে এম কে এস ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে এই সংযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি আশা করি, এই ব্যাট তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।”
জারিফ ফার্মা সবসময় ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়ে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য জারিফ ফার্মা, এম, কে, এস, এবং সংশ্লিষ্ট সকলকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
এমন মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই আশায় ক্রীড়া অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।