চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিনের মুদি দোকানের এক কর্মচারী পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে দোকান থেকে মালামাল সরিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মচারী প্রতিদিন তেলের টিন, চালসহ বিভিন্ন মুদি মালামাল চুরি করে বিক্রি করতেন। এই উপার্জিত অর্থ দিয়ে তিনি ইতোমধ্যে দুটি সিএনজি, একটি পিকআপ ও একটি অটোরিকশা কিনেছেন।
অন্যদিকে, ব্যবসায়ী আলাউদ্দিন কিছুদিন আগেও দোকানে মালামাল কেনার জন্য ২০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। অথচ তার কর্মচারীর কাছ থেকে আত্নসাৎ হওয়া অর্থের পরিমাণ ৫০ লক্ষ ৩২ হাজার টাকা বলে জানা যায়। এই ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঠাকুরবাজারের ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে অন্যরাও একই ধরনের অপরাধে উৎসাহিত হবে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। ঠাকুরবাজারের ব্যবসায়ীদের সতর্ক থাকার এবং কর্মচারীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮