ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার মরহুম চাঁড়ু পাটোয়ারী ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ : শাহরাস্তিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন শাহরাস্তিতে ইনসাফ হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা শাহরাস্তির ঠাকুরবাজারে মুদি দোকানের কর্মচারীর অর্থ আত্মসাৎ: কর্মচারী পুলিশ হেফাজতে জনগণের পাশে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান মোল্লা’হ নিজমেহার ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় শাহরাস্তিতে মেহের উত্তর ইউপি বিএনপির মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন শাহরাস্তিতে বিএনপির ইফতার মাহফিল: ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে ইফতার মাহফিলে রাজনৈতিক নতুন সমীকরণ!

শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে একটি পাইকারি মুদি দোকানে চুরির ঘটনায় জড়িত চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৫টার দিকে শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারে অবস্থিত মেসার্স আলাউদ্দিন স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী মোঃ আরমান হোসেন (২২) কৌশলে গোডাউনের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন মালামাল চুরি করে একটি পিকআপ ভ্যানে তুলছিলেন। ঠিক সেই মুহূর্তে দোকান মালিক ও তার ছেলে গোডাউনের সামনে গেলে চুরির ঘটনা তাদের চোখে পড়ে। তারা দ্রুত আরমান হোসেনকে ধরে ফেলেন এবং তার কাছ থেকে চার বস্তা চাল, দুই বস্তা চিনি ও একটি পিকআপ ভ্যান জব্দ করেন।

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরমান হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার দুই সহযোগীর নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ দুলাল (৩৮) ও মীর হোসেন (৪৬)-কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ২০০ লিটার সয়াবিন তেলের একটি ড্রাম, চারটি খালি তেলের ড্রাম, দুটি বালতিভর্তি ১৫ কেজি চিনি ও আরও বেশ কিছু সামগ্রী।

চুরির ঘটনায় দোকান মালিক থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে শাহরাস্তি থানায় মামলা নং-১৩, তারিখ: ১৬ মার্চ ২০২৫, ধারা: ৪৬১/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও চুরির অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি থানার ওসি জানান, চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার

Update Time : ০৫:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে একটি পাইকারি মুদি দোকানে চুরির ঘটনায় জড়িত চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৫টার দিকে শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারে অবস্থিত মেসার্স আলাউদ্দিন স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী মোঃ আরমান হোসেন (২২) কৌশলে গোডাউনের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন মালামাল চুরি করে একটি পিকআপ ভ্যানে তুলছিলেন। ঠিক সেই মুহূর্তে দোকান মালিক ও তার ছেলে গোডাউনের সামনে গেলে চুরির ঘটনা তাদের চোখে পড়ে। তারা দ্রুত আরমান হোসেনকে ধরে ফেলেন এবং তার কাছ থেকে চার বস্তা চাল, দুই বস্তা চিনি ও একটি পিকআপ ভ্যান জব্দ করেন।

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরমান হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার দুই সহযোগীর নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ দুলাল (৩৮) ও মীর হোসেন (৪৬)-কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ২০০ লিটার সয়াবিন তেলের একটি ড্রাম, চারটি খালি তেলের ড্রাম, দুটি বালতিভর্তি ১৫ কেজি চিনি ও আরও বেশ কিছু সামগ্রী।

চুরির ঘটনায় দোকান মালিক থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে শাহরাস্তি থানায় মামলা নং-১৩, তারিখ: ১৬ মার্চ ২০২৫, ধারা: ৪৬১/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও চুরির অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি থানার ওসি জানান, চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Facebook Comments Box