চিতোষীর ইনসাফ জেনারেল হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, চার দিন আগে প্রসূতিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তিনি মারা যান। তবে নবজাতক সুস্থ রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আছে।
ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন (মামুন) বলেন, "রোগীর অবস্থা গুরুতর ছিল। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার পরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রেফার করেছি। এটি চিকিৎসা প্রক্রিয়ারই অংশ। কিন্তু কিছু ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দুঃখজনক।"
তিনি আরও বলেন, "আমাদের হাসপাতাল সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। প্রসূতির মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত, তবে চিকিৎসা প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল না।"
এদিকে, প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সকলকে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮