ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির অনুমোদন “শাহরাস্তিতে ইসলামী আন্দোলনের মজলিসে শূরার অধিবেশন ২০২৫ সম্পন্ন: নতুন নেতৃত্বে যাত্রা শুরু” ‘তারেক রহমান আসছে’—এই বার্তাই কি বদলে দেবে বাংলাদেশের রাজনীতির গতিপথ? কচুয়ায় দুই ভাইয়ের বর্বর হামলায় গুরুতর আহত বড় ভাই ও ভাবি চাঁদপুর-৫ আসনে এলডিপির হেভিওয়েট প্রার্থী ড. নেয়ামুল বশির, পরিচ্ছন্ন নেতৃত্বের নতুন আশার আলো শাহরাস্তিতে ভূমি ব্যবস্থাপনা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইঞ্জিনিয়ার মমিনুল হক: সাহস, সততা আর সেবার অন্যরকম নাম শাহরাস্তিতে প্রণোদনা কর্মসূচিতে ১৩০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার “আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিষ্ঠিত, মাতৃভূমিতে প্রত্যাশার প্রতীক: চাঁদপুর-৫ আসনে বিএনপি’র আলোচিত নাম আনোয়ার হোসেন খোকন” শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির বর্ষবরণ উৎসবের ২য় দিনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শাহরাস্তিতে ইনসাফ হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা

চিতোষীর ইনসাফ জেনারেল হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, চার দিন আগে প্রসূতিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তিনি মারা যান। তবে নবজাতক সুস্থ রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আছে।

ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন (মামুন) বলেন, “রোগীর অবস্থা গুরুতর ছিল। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার পরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রেফার করেছি। এটি চিকিৎসা প্রক্রিয়ারই অংশ। কিন্তু কিছু ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমাদের হাসপাতাল সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। প্রসূতির মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত, তবে চিকিৎসা প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল না।”

এদিকে, প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সকলকে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির অনুমোদন

শাহরাস্তিতে ইনসাফ হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা

Update Time : ০১:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চিতোষীর ইনসাফ জেনারেল হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, চার দিন আগে প্রসূতিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তিনি মারা যান। তবে নবজাতক সুস্থ রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আছে।

ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন (মামুন) বলেন, “রোগীর অবস্থা গুরুতর ছিল। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার পরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রেফার করেছি। এটি চিকিৎসা প্রক্রিয়ারই অংশ। কিন্তু কিছু ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমাদের হাসপাতাল সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। প্রসূতির মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত, তবে চিকিৎসা প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল না।”

এদিকে, প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সকলকে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box