
শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাকৈরতলা গোলাম কিবরিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল।
সভায় সভাপতিত্ব করেন মেহের উত্তর ইউপি বিএনপির সভাপতি লোকমান মিয়া। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ও সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া। তিনি বিএনপির কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
মেহের উত্তর ইউপি পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবেক পৌর বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপি নেতা শফিউল্লাহ বাচ্চু, মেহের কলেজ শাখার সাবেক ভিপি মোহাম্মদ জাকির হোসেন জাকির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানসহ বিএনপির মূলদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ একত্রিত হন।
এতে বক্তারা বিএনপির আদর্শ ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।