
নিজমেহার ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে ক্লাবের সম্মানিত শুভাকাঙ্ক্ষী, জারিফ ফার্মার স্বত্বাধিকারী, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, ক্রীড়া অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম দিপু‘র সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ইঞ্জি. মোঃ ইমরান হোসেন, সভাপতি মোঃ মেহেদী হাসান হৃদয়, সহ-সভাপতি মোঃ জহির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মিয়াজি, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক রাফিউ হাসান হামজা, যুবনেতা আবুল হায়দারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জাহিদুল ইসলাম দিপু নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, “যুব সমাজকে ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজমেহার ইয়াং স্টার ক্লাব ইতোমধ্যে এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখছে, এবং আমি আশা করি নতুন কমিটির নেতৃত্বে ক্লাব আরও সমৃদ্ধ হবে।”
সংগঠনের নেতৃবৃন্দও ক্রীড়া ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজমেহার ইয়াং স্টার ক্লাব ও অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হলো, যা ভবিষ্যতে ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।