রুহুল আমিন খাঁন স্বপনঃ
অবশেষে জামিন পেলেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে পুলিশের সাথে অসদাচরণ ও তর্কে লিপ্ত হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলোচিত শাওন কাবী রিজা (২৫)। এদিকে শাওন কাবীকে আটক, নির্যাতন এবং মামলা দেয়ার প্রতিবাদে বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এক পর্যায়ে পুলিশের বিরুদ্ধে শাওন কাবী রিজাকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তি চেয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকেলে বিক্ষোভের ডাক দেয়। যদিও শাওনের দুটি মামলায় জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তা স্থগিত করা হয় বলে একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের ভিডিও ম্যান/ড্রোন ম্যান সাংবাদিক নুর আলম ও তার সঙ্গীদের মারধর ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় গ্রেফতার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবীকে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিকের আদালতে তোলা হলে আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী। এ সময় আদালতে শাওন কাবীর পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।
শুনানি চলাকালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মইনুল ইসলাম জিসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ শাওন কাবী রিজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্যে কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানান। দেশের যে কোনো সংকটকালে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের ভিডিও ম্যান/ড্রোন ম্যান সাংবাদিক নুর আলম ও তার সঙ্গীদের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগের আলোকে পুলিশ ছাত্রদল নেতা শাওন কাবী রিজাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সাথে তর্ক করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যার কারণে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদেকর নিদের্শক্রমে রূপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদল সভাপতি। শাওন কাবী রিজাকে দল থেকে বহিষ্কার করা হয়।
শাওন কাবী রিজাকে ওই রাতেই থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। প্রাইভেট কার গতিরোধ করে মারধর ও পুলিশের কাজে বাধাদানের দুটি বিষয়ে মামলা দায়ের হয়। পরে ওই দুটি মামলায় আটক দেখিয়ে তাকে বুধবার (১২ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে আদালত থেকে জামিন পেয়ে ছাত্রদল নেতা শাওন কাবী বলেন, 'আমি কোনো অন্যায় করিনি, সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছে। এতে আদালত আমার ওপর সন্তুষ্ট হয়ে ন্যায়বিচার করেছেন।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮