সমাজসেবামূলক সংগঠন শাহরাস্তি আলো ফাউন্ডেশন আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। গত ১০ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে ইঞ্জি. মোঃ ইমরান হোসেন-কে আহ্বায়ক এবং মাহবুব আর রশিদ সহ ১১ জনকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, মোঃ মাজহারুল ইসলাম জুয়েলকে সদস্য সচিব এবং মোঃ রাসেল ইসলাম সুজন ও মোঃ বোরহান উদ্দিন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি আগামী তিন মাস সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে এবং সংগঠনের কাঠামো আরও সুসংগঠিত করতে কাজ করবে।
এ প্রসঙ্গে আহ্বায়ক ইঞ্জি. মোঃ ইমরান হোসেন বলেন, "আমরা মানুষের সেবায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা পেলে ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে।"
সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ:
(১) আহ্বায়ক: ইঞ্জি. মোঃ ইমরান হোসেন
(২) যুগ্ম-আহ্বায়ক: মাহবুব আর রশিদ, ডা. মোঃ কামাল হোসেন পলাশ, ডা. নুসরাত জাহান রিয়া, মোঃ মেহরাজুন্নবী রাজু, মোঃ আফজাল হোসেন, এডভোকেট মোঃ সুমন মিয়া, ইঞ্জি. মুনসুর আহম্মেদ, ইঞ্জি. রবিউল হোসাইন, ইঞ্জি. নয়ন মজুমদার, হাফেজ মোঃ আবু সুফিয়ান, আমেনা আক্তার।
(৩) সদস্য সচিব: মোঃ মাজহারুল ইসলাম জুয়েল
(৪) সম্মানিত সদস্য: মোঃ রাসেল ইসলাম সুজন, মোঃ বোরহান উদ্দিন।
ফাউন্ডেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮