
বিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার আজ ঠাকুর বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে এক ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই অপরাধের জন্য তাকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হয় যে, তারা যেন ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না করেন এবং দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসনের এই মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কেউ অতিরিক্ত দাম আদায় করে জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে।