চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হওয়া এক প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার (৪২) আজ সকালে সন্তান প্রসবের পর মৃত্যুবরণ করেছেন। তবে তার নবজাতক কন্যা সন্তান জীবিত রয়েছে।
জানা যায়, গত বছরের ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে কচুয়ার আশ্রাফপুর এলাকার শেখ ফরিদের বোন ফাতেমা আক্তারকে তারই প্রতিবেশী মোঃ মেহেদী হাসান ওরফে প্রদীপ (২০) ধর্ষণ করে। পরবর্তীতে এই ঘটনায় কচুয়া থানায় মামলা (নং- ০৩, তারিখ- ০৩/০৩/২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)) দায়ের করা হয়।
মামলার পর পুলিশ অভিযুক্ত মেহেদী হাসানকে গত ৩ মার্চ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, দীর্ঘদিন ধরে অন্তঃসত্ত্বা থাকা ফাতেমা আক্তার আজ (৯ মার্চ) সকালে নিজ বাড়িতেই প্রসব বেদনায় ছটফট করতে থাকেন। পরে একটি কন্যা সন্তান জন্ম দিলেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে নবজাতকটি সুস্থ আছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা কাজ করে যাবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮