চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর পেয়ে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের জননন্দিত নেতা ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন দ্রুত ছুটে যান হাসপাতালে।
ব্যারিস্টার কামাল উদ্দিন হাসপাতালে গিয়ে ফারুক হোসেন মিয়াজির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রায় তিন ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এসময় তিনি বিএনপির এই নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
Facebook Comments Box