মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহারাস্তি উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শাহরাস্তি মডেল স্কুল অডিটোরিয়াম-এ।
৬মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায়, সহকারী প্রধান দাউদ খানের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আদর্শ শিক্ষক জাতি গঠনের কারিগর বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
মাওলানা খলিলুর রহমানের দারসুল কোরআনের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ প্রোগামে আরো প্রশিক্ষন প্রদান করেন যথাক্রমে ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ হারুনুর রশিদ উসমানী, টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার সাবেক অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহমেদ মজুমদার, শাহারাস্তি মডেল স্কুলের আইসিটি শিক্ষক ইকবাল হোসেন, আলআমিন একাডেমীর মাধ্যমিক ইনচার্জ ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সমাপনি বক্তব্য প্রদান করেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন শাহরাস্তি মডেল স্কুল, আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ,ভোলদিঘী আল আমিন একাডেমি, আইডিয়েল স্কুল আয়নাতলী সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
Facebook Comments Box