চাঁদপুরের শাহরাস্তিতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। "উম্মাহর সাথে, সুন্নাহর পথে"—এই মূলমন্ত্রকে ধারণ করে ফাউন্ডেশনটি মানবসেবার অঙ্গীকার নিয়ে কাজ করছে।
পবিত্র রমজানের সিয়াম সাধনার এই সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দোয়াভাঙ্গার দারুলকারীম আল ইসলামিয়া মাদ্রাসাতে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে মোট ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা রমজান মাসে স্বস্তিতে ইফতার করতে পারেন।
অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে শাহরাস্তি উপজেলার দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মো. জিহান জোবায়ের, দারুলকারীম আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাব্বির আহমাদ ওসমানীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অতিথিরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানুষের প্রতি দয়া ও সহমর্মিতার শিক্ষা দেয়। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
আস-সুন্নাহ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। তাদের এই মহতী উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য এক অনন্য সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮