ঢাকা , শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তিতে রোমহর্ষক হত্যা: জবানবন্দিতে সোনিয়া ও পান্নার স্বীকারোক্তি, অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপর পুলিশ সৌদি আরবে চাঁদপুর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত লক্ষ্মীপুরের তোফাজ্জল হোসেন নিখোঁজ শাহরাস্তিতে অবৈধ ইটভাটার কার্যক্রম স্থগিত: জেলা প্রশাসকের নির্দেশনা প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাহরাস্তিতে অবৈধ দখল উচ্ছেদ: জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের কঠোর পদক্ষেপ সর্বস্তরের মানুষের সম্মানে শ্রীপুর পৌর বিএনপির ইফতার দাওগাঁও ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত শাহরাস্তিতে তরুণদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নামাজে ইমামতি করে প্রসংশায় ভাসছেন ছাত্রদল নেতা মো: নাজমুল হাসান

রায়শ্রী মানব কল্যাণ সংঘের উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

“আমরা লড়ছি মানব সেবায়”—এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়শ্রী মানব কল্যাণ সংঘ অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। রায়শ্রী উত্তর ইউনিয়নের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজেদের প্রচেষ্টায় সংগ্রহ করা তহবিলের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় দরিদ্র ও অসহায় পরিবারগুলোর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রায়শ্রী মানব কল্যাণ সংঘ সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। আমাদের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষের সহায়তা করা, যাতে তারা অন্তত শান্তিতে ইফতার করতে পারেন।”

ইফতার সামগ্রী গ্রহণ করে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এক বৃদ্ধা বলেন, “গত বছর থেকেও তারা আমাদের সহযোগিতা করে আসছে। এই ইফতার সামগ্রী পেয়ে আমরা সত্যিই উপকৃত হলাম। আল্লাহ তাদের ভালো রাখুন।”

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, এবং সংগঠনের সদস্যরা। তারা রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণেরও পরিকল্পনা রয়েছে।

রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। সংগঠনের সদস্যরা মনে করেন, যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকাংশে লাঘব হবে।

দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা মিজানুর রহমান, মোঃ আবদুল হক, সফিকুল আলম মিলন, মনির হোসেন রিপন, মোঃ জাকির হোসেন, বিল্লাল হোসেন, জাকির হোসেন সুমন, হাজী সামছুল হক, আবু জাফর, নেয়ামত মিজি, মাহাবুব মিজি, মোঃ হোসেন, মনির মিজি, হারুন রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।

রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ উদ্যোগ রমজানের শিক্ষাকে বাস্তবায়নের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে রোমহর্ষক হত্যা: জবানবন্দিতে সোনিয়া ও পান্নার স্বীকারোক্তি, অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপর পুলিশ

রায়শ্রী মানব কল্যাণ সংঘের উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০৪:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

“আমরা লড়ছি মানব সেবায়”—এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়শ্রী মানব কল্যাণ সংঘ অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। রায়শ্রী উত্তর ইউনিয়নের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজেদের প্রচেষ্টায় সংগ্রহ করা তহবিলের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় দরিদ্র ও অসহায় পরিবারগুলোর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রায়শ্রী মানব কল্যাণ সংঘ সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। আমাদের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষের সহায়তা করা, যাতে তারা অন্তত শান্তিতে ইফতার করতে পারেন।”

ইফতার সামগ্রী গ্রহণ করে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এক বৃদ্ধা বলেন, “গত বছর থেকেও তারা আমাদের সহযোগিতা করে আসছে। এই ইফতার সামগ্রী পেয়ে আমরা সত্যিই উপকৃত হলাম। আল্লাহ তাদের ভালো রাখুন।”

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, এবং সংগঠনের সদস্যরা। তারা রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণেরও পরিকল্পনা রয়েছে।

রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। সংগঠনের সদস্যরা মনে করেন, যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকাংশে লাঘব হবে।

দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা মিজানুর রহমান, মোঃ আবদুল হক, সফিকুল আলম মিলন, মনির হোসেন রিপন, মোঃ জাকির হোসেন, বিল্লাল হোসেন, জাকির হোসেন সুমন, হাজী সামছুল হক, আবু জাফর, নেয়ামত মিজি, মাহাবুব মিজি, মোঃ হোসেন, মনির মিজি, হারুন রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।

রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ উদ্যোগ রমজানের শিক্ষাকে বাস্তবায়নের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box