
শাহরাস্তি উপজেলার চিতৌষী বাজারে ২৮শে ফেব্রুয়ারি বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অধিক মূল্যে পণ্য বিক্রি করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে চারজন ব্যবসায়ীকে মোট ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”
আইন-শৃঙ্খলা রক্ষায় উঘারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সহায়তা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box