চাঁদপুরের শাহরাস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। আজ ১ মার্চ ২০২৫, শনিবার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় মেহের কালী বাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কিছু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রি করছেন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা হয়েছে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করা হয়নি। এ অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
অভিযান চলাকালে বাজারে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা যায়। স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, “বাজারে অনেক দোকানে পণ্যের দাম নিয়ে অনিশ্চয়তা ছিল। প্রশাসনের এ ধরনের অভিযান চালালে ব্যবসায়ীরা অনিয়ম করতে ভয় পাবে এবং আমাদেরও ন্যায্য দামে পণ্য কেনার সুযোগ বাড়বে।”
এদিকে, অভিযানে জরিমানাপ্রাপ্ত এক ব্যবসায়ী বলেন, “আমরা নিয়ম মেনে ব্যবসা করতে চাই, তবে অনেক সময় ব্যস্ততার কারণে কিছু ভুল হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম এড়ানোর জন্য সতর্ক থাকব।”
ভবিষ্যতে বাজার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।