পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক, শাহরাস্তি পৌর একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, শাহরাস্তি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক এজি এস মেহের ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদ, সাবেক সভাপতি শাহরাস্তি পৌরসভা ও উপজেলা ছাত্রদল, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক মো: আলী আজগর মিয়াজী (বি.এস.এস, বি.এড) শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি ইবাদত করা, গরীব-দুঃখীর পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সকলে ত্যাগ ও সংযমের মাধ্যমে এই মাসের পবিত্রতা রক্ষা করি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।”
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে হলে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। শিক্ষা, ন্যায়বিচার ও মানবসেবার আদর্শকে সামনে রেখে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা সকলে অবদান রাখি।”
মো: আলী আজগর মিয়াজী বিশেষভাবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করি।”
তিনি শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।